1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
কমলনগরে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি বিরামপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য সহ মাদক ব‍্যবসায়ী আটক সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কাঠালিয়া প্রেসক্লাবের মানববন্ধন লক্ষ্মীপুর সদরে অবৈধ বালু উত্তোলনে অভিযান পারিবারিক কলহের জেরে স্ত্রী’র হাতে স্বামী আহত থানায় অভিযোগ নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলন বন্ধে ১৪ কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ বিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সম্মাননা প্রদান সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নিয়ামতপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন সাংবাদিক আনোয়ার এর উপরে হামলা ও তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে কাশিমপুরে মানববন্ধন

নলছিটিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

প্লাস্টিকের দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”  এ প্রতিপাদ্যকে সামনে রেখে নলছিটিতে ২০২৫ সালের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুন (বুধবার) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব নজরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ শারমিন আক্তার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নাসরিন খানম,

উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন প্রমুখ।

বক্তারা পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার সীমিত করতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিংয়ের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে পরিবেশগত বিপর্যয় ভয়াবহ আকার ধারণ করবে।

সভাপতির বক্তব্যে ইউএনও নজরুল ইসলাম বলেন, প্লাস্টিকের বিকল্প তৈরি ও ব্যবহারে আমাদের নতুন নতুন উদ্ভাবনী চিন্তাধারাকে কাজে লাগাতে হবে। এটি শুধু সরকারের কাজ নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। গাছ লাগানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেথে পরিবেশ রক্ষা সম্ভব।

তিনি আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ শিক্ষার বিষয়টি গুরুত্বের সাথে উপস্থাপন করতে হবে, যেন শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতা গড়ে ওঠে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ ইকবাল কবীর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক, শিক্ষার্থীরা এবং বিডি ক্লিনের স্থানীয় সদস্যবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট