1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

মান্দারী বাজারে ফুটপাত দখল উচ্ছেদে, মোবাইল কোর্ট পরিচালনা ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

রায়পুর উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

আজ লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জামশেদ আলম রানা।

অভিযান চলাকালীন সময় তিনি বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে রাখা পণ্য ও অস্থায়ী দোকান অপসারণ করেন। পথচারীদের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে জনসচেতনতামূলক প্রচারণাও চালানো হয়। অভিযান শেষে ০৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১,৭০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জানান, জনসাধারণের চলাচলের পথ কেউ দখল করে রাখতে পারবে না। এ ধরনের অভিযান চলমান থাকবে এবং জনস্বার্থে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের অভিযান হলে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরে আসবে এবং জনদুর্ভোগ কমে যাবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট