1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মোবাইল মেকার নিহত

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে ঘাতক একটি ট্রাকের ধাক্কায় শাহাদাৎ (২৬) নামে এক মোবাইল মেকার নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। পরে থানা পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জানা গেছে, নিহত যুবকের বাড়ি উপজেলার আড়ানগর ইউনিয়নের ফতেপুর (চানপুর) গ্রামের খোকা মন্ডলের ছেলে। সে আমাইতাড়া বাজারের ৪ নং উমার ইউনিয়ন পরিষদের মার্কেটের একটি ঘর ভাড়া নিয়ে মোবাইল ফোনে যন্ত্রাং বিক্রি ও মেরামতের কাজ করতেন।

মঙ্গলবার (২৪ জুন) সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর।

তিনি বলেন, সোমবার (২৩ তারিখ) রাত আনুমানিক সাড়ে ১০ টার সময় নওগাঁ-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ধানতাড়া মোড়ের দক্ষিন দিকে সড়কের উপর বৃষ্টিপাতের সময় ওই যুবকের মরদেহটি পড়েছিল। স্থানীয়রা মরদেহ দেখে থানায় খবর দেয়। ঘটনা স্থল পুলিশ পরিদর্শন করেন এবং মরদেহটি থানায় পুলিশ হেফাজতে নেয়। ওসি আরো জানান, প্রত্যদর্শী ও স্থানীয়রা জানান, ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ওই যুবকের মৃত্যু হয়েছে। ওই এলাকা থেকে একটি ভাঙ্গাচুরা ইজিবাইকও উদ্ধার করা হয়েছে। নিহত যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন না কি ইজিবাইকে যাচ্ছিলেন তা জানা সম্ভব হয়নি। এ ঘটনায় মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন দেখা গেছে। নিহত শাহাদাৎ এর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ২৪ জুন মঙ্লবার দিন পরিবারের নিকট শাহাদাৎ এর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট