1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
অভিভাবক সমাবেশ ও ষষ্ঠ শ্রেণীর অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ পাবনায় দিনদুপুরে যুবককে অপহরণ করে ৭০ হাজার টাকা মুক্তিপণ আদায় ভোলাহাটে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল বিজয় মিছিল ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিএনপির বিজয় মিছিল তালতলীতে গণঅভ্যুত্থান দিবসে বিএনপি’র বিজয় মিছিল ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিএনপির  অঙ্গ সংগঠনের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন ফরিদগঞ্জে কাজুরিয়ার এক যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু মির্জাপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল নিয়ামতপুরে বজ্রপাত থেকে বাঁচতে গণসচেতনতা ও লিফলেট বিতরণ

আটঘরিয়ায় ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

পাবনা জেলার পুলিশ সুপার, মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিক- নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল, প্রণব কুমার এর তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ আটঘরিয়া থানা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে মাদক ও অপরাধ নির্মূলে নিরলস ভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় অফিসার ইনচার্জ মোঃ শফিকুজ্জামান সরকার এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কাশেম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিয়ার রহমান এবং সঙ্গীয় অফিসার ফোর্সের সমন্বয়ে পাবনা জেলার আটঘরিয়া থানাধীন তারাপাশা গ্রামস্থ জনৈক মোঃ আবু মুছা এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর রাতে  চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ২৩ জুন ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ০২.১৫ ঘটিকায় একটি সাদা রংয়ের প্রাইভেট কার দ্রুত গতিতে আসতে দেখে।

উক্ত প্রাইভেট কার’টি সংকেত দিলে প্রাইভেট কার’টি রাস্তার পাশে দাড়ানো মাত্রই ভিতরে পিছনের সিটে থাকা পলাতক আসামী মোঃ রনি বিশ্বাস (৩৯), পিতাঃ- মেহের বিশ্বাস, সাং- আফুরী, থানাঃ- পাবনা সদর, জেলাঃ- পাবনা কৌশলে পালিয়ে যায় এবং অপর আসামী পালানোর চেষ্টাকালে মোঃ জাহাঙ্গীর হোসেন (আপন) (৩০), পিতাঃ- মৃত আনাই, সাং- জহিরপুর, থানাঃ- পাবনা সদর, জেলাঃ- পাবনা’কে আটক করতে সক্ষম হয়।

প্রাইভেট কারটি তল্লাশী করে  তিনটি ব্যাগে রক্ষিত সর্বমোট ২৫ (পচিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা পাওয়া যায়।

আটক আসামীর বিরুদ্ধে আটঘরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য যে, আটক আসামী মোঃ জাহাঙ্গীর হোসেন আপন (৩০) এর বিরুদ্ধে বিভিন্ন জেলা সহ পাবনা জেলায় সর্বমোট ০৯ (নয়) টি মাদক মামলা রয়েছে।

জেলা পুলিশ, পাবনা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা ও ধারাবাহিক অভিযানই পারে পরিবর্তনের পথে নিয়ে যেতে। এ লক্ষ্যে জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট