1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
অভিভাবক সমাবেশ ও ষষ্ঠ শ্রেণীর অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ পাবনায় দিনদুপুরে যুবককে অপহরণ করে ৭০ হাজার টাকা মুক্তিপণ আদায় ভোলাহাটে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল বিজয় মিছিল ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিএনপির বিজয় মিছিল তালতলীতে গণঅভ্যুত্থান দিবসে বিএনপি’র বিজয় মিছিল ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিএনপির  অঙ্গ সংগঠনের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন ফরিদগঞ্জে কাজুরিয়ার এক যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু মির্জাপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল নিয়ামতপুরে বজ্রপাত থেকে বাঁচতে গণসচেতনতা ও লিফলেট বিতরণ

লক্ষ্মীপুরের প্রবেশদ্বার ‘উত্তর স্টেশন’ এখন ময়লার ভাগাড়

লক্ষ্মীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত ‘উত্তর স্টেশন’। একসময় স্থানীয়দের স্বপ্ন ছিল, এখানে গড়ে উঠবে একটি দৃষ্টিনন্দন অভ্যর্থনা কেন্দ্র, থাকবে সবুজ বাগান, স্মৃতিস্তম্ভ ও জেলার ঐতিহ্য তুলে ধরার নানা আয়োজন। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন।

বর্তমানে এই এলাকায় জমে উঠেছে পচা আবর্জনার স্তুপ, চারদিকে ছড়িয়ে আছে পলিথিন, দুর্গন্ধে নাক চেপে চলতে হয় পথচারীদের। যাত্রীরা গাড়ি থেকে নেমেই দেখতে পান নোংরা পরিবেশ, যেটি জেলার প্রতি তাদের প্রথম ধারণা তৈরি করে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে উত্তর স্টেশনের পাশে এই ভাগাড় গড়ে উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখা যায়নি। এমনকি পৌরসভা বা জেলা প্রশাসনের পক্ষ থেকেও নেই দৃশ্যমান কোনো পদক্ষেপ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পথচারী জানান, “প্রথমবার কেউ লক্ষ্মীপুরে এলে এখান দিয়েই প্রবেশ করে। অথচ এখানকার অবস্থা এমন, যেন এটি কোনো জেলার নয় বরং কোনো বড়সড় ডাস্টবিনের দরজা!”

স্থানীয় সচেতন মহলের মতে, এটি শুধু সৌন্দর্যহানিই নয়, বরং জেলার ভাবমূর্তিকেই নষ্ট করছে। তাদের দাবি, দ্রুত এই জায়গাটি পরিষ্কার করে পরিকল্পিতভাবে সাজাতে হবে, যেন এটি একটি সম্মানজনক অভ্যর্থনা কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।

জেলার এক তরুণ সংগঠক ক্ষোভ প্রকাশ করে বলেন, “লক্ষ্মীপুরকে বদলাতে হলে এর মুখটাকেই আগে পরিষ্কার করতে হবে। জনগণের টাকায় বানানো রাস্তার পাশেই যদি জনগণকে নাক চেপে চলতে হয়, তাহলে সেটি বড় ব্যর্থতার চিত্র।”

সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানানো হচ্ছে— অবিলম্বে উত্তর স্টেশনের ময়লার ভাগাড় অপসারণ করে এলাকাটিকে সৌন্দর্য ও শৃঙ্খলার মাধ্যমে জেলার মানোত্তরণের একটি বাস্তব প্রতিচ্ছবি হিসেবে গড়ে তোলা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট