1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
অভিভাবক সমাবেশ ও ষষ্ঠ শ্রেণীর অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ পাবনায় দিনদুপুরে যুবককে অপহরণ করে ৭০ হাজার টাকা মুক্তিপণ আদায় ভোলাহাটে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল বিজয় মিছিল ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিএনপির বিজয় মিছিল তালতলীতে গণঅভ্যুত্থান দিবসে বিএনপি’র বিজয় মিছিল ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিএনপির  অঙ্গ সংগঠনের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন ফরিদগঞ্জে কাজুরিয়ার এক যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু মির্জাপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল নিয়ামতপুরে বজ্রপাত থেকে বাঁচতে গণসচেতনতা ও লিফলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে ভূমি অফিসে ৩২টি পদ শূন্য,ভোগান্তি সাধারণ জনগণ 

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ৩২টি গুরত্বপূর্ণ পদ দীর্ঘদিন থেকে  শূন্য রয়েছে। চর-ভূরুঙ্গামারী ইউনিয়নে ৪ মাস থেকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা না থাকায় এলাকাবাসীর ভোগান্তি চরমে ঠেকেছে।

জানা গেছে, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে মঞ্জুরিকৃত পদের সংখ্যা ৫৬ জন। দীর্ঘ দিন থেকে সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক (প্রেষণে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত) সার্ভেয়ার, সার্টিফিকেট সহকারী, ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী-২জন, অফিসসহকারী কাম—কম্পিউটার অপারেটর, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ৬ জন, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ৪ জন, প্রসেস সার্ভেয়ার-২জন (১জন জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেষণে কর্মরত) অফিস সহায়ক ১০ জন (১জন জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেষণে কর্মরত) ও চেইনম্যান ২ জনের পদ শূন্য রয়েছে। অর্থা্ৎ ইউনিয়ন ভূসি অফিসসহ ৫৬ জন কর্মকর্তা কর্মচারীর বিপরীতে  কর্মরত রয়েছেন মাত্র ২৪ জন আর শূন্য পদের সংখ্যা হচ্ছে ৩২ জন।

উপজেলা ভূমি অফিসে মাস্টার রোলে ২ জন বহিরাগত নিয়োগ দেয়া হলেও প্রয়োজনীয় জনবল না থাকায় মাসের পর মাস ঘুরেও স্থানীয় এলাকাবাসী কাংক্ষিত সেবা পাচ্ছে না। অপরদিকে উপজেলার ১০টি ইউনিয়নে ১০ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার স্থলে রয়েছে মাত্র ৪ জন। ৪ মাস থেকে চর-ভূরুঙ্গামারী ইউনিয়ন ভূমি অফিস বন্ধ রয়েছে। স্থানীয় লোকজন খাজনা ও খারিজ করতে না পারায় জরুরী প্রয়োজনে জমাজমি বিক্রি করতে পারছে না।

চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের সামছুল হক ও রশিদুল ইসলাম জানান, আমিদের জমি বিক্রি করা খুব প্রয়োজন। খারিজের জন্য প্রায় ৩ মাস থেকে ঘুরছি কিন্তু তহশীলদার না থাকায় জমি খারিজ করতে পারছি না।

চরভূরুঙ্গামারীর চেয়ারম্যান মানিক উদ্দিন বলেন, ৪ মাস থেকে তহশীলদার না তাকায় এলাকার জনগণ চরম ভোগান্তিতে পরেছে। অপর দিকে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, শূন্যপদে পদায়ন করার ক্ষমতা আমার নেই। এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট