1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিএনপির বিজয় মিছিল তালতলীতে গণঅভ্যুত্থান দিবসে বিএনপি’র বিজয় মিছিল ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিএনপির  অঙ্গ সংগঠনের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন ফরিদগঞ্জে কাজুরিয়ার এক যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু মির্জাপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল নিয়ামতপুরে বজ্রপাত থেকে বাঁচতে গণসচেতনতা ও লিফলেট বিতরণ ভোলাহাটে তারুণ্যের উৎসব কর্মসূচীতে  ফলজ ও বনজ গাছের চারা বিতরণ  পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক-১৪  নিয়ামতপুরে বিএনপি নেতার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

ধামইরহাট থানা হেফাজত থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগ উঠেছে 

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে থানা হেফাজতে থাকা অবস্থায় ট্রাংকের তালা ভেঙ্গে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত মঙ্গলবার দিবাগত (১৭ জুন) রাত সাড়ে ৪টার পর থানাহাজতে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে ধামইরহাট থানার তদন্তকারী কর্মকর্তা নাজমুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া এ বিষয়ে আমার কথা বলা ঠিক হবে না।

গোপন সূত্রে জানা গেছে, রাজশাহী বোর্ড থেকে পাঠানো ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র গুলো সিলগালা করা ট্রাংকে ছিল। সেই ট্রাংকের ইতিহাসের এক সেট প্রশ্নপত্র ছেঁড়া অবস্থায় হাজতের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। এ সময় ট্রাংকের বাইরে সিলগালা অবস্থায় কোনো তালা ও চাবি লাগানো ছিল না।

নাম প্রকাশে অনিচ্ছুক ধামইরহাট থানার অপর এক কর্মকর্তা বলেন, ‘কোনো প্রশ্নপত্র চুরি হয়নি। রাজশাহী বোর্ড থেকে পাঠানো প্রশ্নপত্রের ট্রাংকের তালা ও চাবি একসঙ্গে সিলগালা অবস্থায় পাঠানো হয়। সেই ট্রাংকেটি একটি হাজতে রাখা হয়েছিল।’ তিনি এ-ও বলেন, ‘ট্রাংকের ভেতরে হয়তো টাকা আছে, এই ভেবে হাজতে থাকা আসামিরা চাবি দিয়ে তালা খুলে ট্রাংকের ভেতরে কাগজ দেখতে পায়। এরপর প্রশ্নপত্রের একটি প্যাকেট ছিঁড়ে তা আশপাশে ফেলে দেয়।’

সত্যতা নিশ্চিত করে ধামইরহাট এম এম সরকারি ডিগ্রি কলেজের প্রফেসর জাহাঙ্গীর আলম বলেন, ‘কোনো প্রশ্নপত্র চুরি হয়নি। তালা খুলে ট্রাংকের ভেতর থেকে ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রের একটি প্যাকেট খোলা অবস্থায় পড়ে ছিল।’ এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান। এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেককের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট