1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিএনপির বিজয় মিছিল তালতলীতে গণঅভ্যুত্থান দিবসে বিএনপি’র বিজয় মিছিল ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিএনপির  অঙ্গ সংগঠনের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন ফরিদগঞ্জে কাজুরিয়ার এক যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু মির্জাপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল নিয়ামতপুরে বজ্রপাত থেকে বাঁচতে গণসচেতনতা ও লিফলেট বিতরণ ভোলাহাটে তারুণ্যের উৎসব কর্মসূচীতে  ফলজ ও বনজ গাছের চারা বিতরণ  পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক-১৪  নিয়ামতপুরে বিএনপি নেতার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

গাজীপুরে টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে 

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুরে জুয়েল হোসেন নামের এক মাদক কারবারিকে ছেড়ে দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জিএমপি কাশিমপুর থানার এসআই মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে।

জানা যায় গত বুধবার(১৮ জুন)রাত আনুমানিক ১১টা ৫০ ঘটিকায় দিকে মহানগরীর কাশিমপুরের ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জ মুন্সি মার্কেট এলাকার চিহ্নিত মাদক সম্রাট জুয়েল হোসেনের বাড়িতে অভিযান চালায় এসআই মঞ্জুরুল ইসলাম ও তার সোর্স রহিম।

এসময় মাদক কারবারি জুয়েল হোসেনের বাসার ভিতরে চিরুনি তল্লাশি চালানো হলেও বাসার ভিতরে কোন মাদকের আলামত পাওয়া যায়নি।তবে মাদক কারবারির দেহ তল্লাশি করে তার কাছে থেকে মাদক সেবন করার একটি ফয়েল উদ্ধার করা হয়।

এছাড়াও ওই মাদক কারবারিকে ভয়-ভীতি দেখিয়ে ৪০ হাজার টাকা দাবি করে ওই পুলিশ সদস্য,পরে স্থানীয় কয়েকজনের তদবিরে নগদ ২০ হাজার টাকা ও বাকি ২০ হাজার টাকা দুদিনের মাঝে পরিশোধ করার জন্য স্থানীয় আলমগীর কাজীর জিম্মায় রেখে আসেন তিনি।

ঘটনার বিষয়ে মাদক কারবারি জুয়েলের সাথে কথা বললে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, আমার বাসায় অভিযান চালিয়ে কোন কিছু না পেয়েও আমার কাছে ৪০ হাজার টাকা দাবি করে এসআই মঞ্জুরুল ও সোর্স রহিম।পরে কয়েকজনের মধ্যস্থতায় নগদ ২০ হাজার টাকা দিয়ে দেই।আর বাকি ২০ হাজার টাকা দুই দিনের মাঝে দেওয়ার জন্য আলমগীর কাজীর জিম্মায় রেখে চলে যান।

তিনি আরো বলেন,আমি তো সবকিছু ম্যানেজ করেই এ কাজ গুলো করি। থানায় যত গুলো পুলিশের সোর্স রয়েছে তাদের সকলকেই কমবেশি টাকা দেয়।তারপরেও কেন আমার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, মুদির দোকানে যেরকম পণ্য বিক্রি হয়।ঠিক তেমনি আমাদের এই এলাকায় মাদক বিক্রি হয়।এলাকার মাদক সম্রাট জুয়েল এর বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক না করে টাকার বিনিময়ে ছেড়ে দিয়ে চলে গেল।এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের সন্তানদেরকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব নয়। আমরা অতি দ্রুত এই মাদকের গ্রাস থেকে মুক্তি চাই।

এদিকে স্থানীয়রা বলছেন, ‘এভাবেই যদি মাদক কারবারিরা অর্থের বিনিময়ে পার পেয়ে যায়, তাহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের আস্থা কোথায় দাঁড়াবে?’ তারা দ্রুত মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এবিষয়ে কাশিমপুর থানার এসআই মঞ্জুরুল ইসলামের কাছে মাদক কারবারির বাড়ীতে অভিযান ও টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনি তো সবই জানেন!আপনার কাছে তো সব তথ্যই রয়েছে এবং পেয়েছেন।কথার এক পর্যায়ে প্রতিবেদকের সাথে দেখা করে ম্যানেজ করার চেষ্টা করেন তিনি।

এ ঘটনার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম(উত্তর) রবিউল ইসলামের সাথে কথা বললে তিনি জানান,অপরাধী অপরাধ করে কোনভাবে ছাড় পাওয়ার কোন সুযোগ নেই।আমরা অতি দ্রুত তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট