1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
অভিভাবক সমাবেশ ও ষষ্ঠ শ্রেণীর অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ পাবনায় দিনদুপুরে যুবককে অপহরণ করে ৭০ হাজার টাকা মুক্তিপণ আদায় ভোলাহাটে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল বিজয় মিছিল ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিএনপির বিজয় মিছিল তালতলীতে গণঅভ্যুত্থান দিবসে বিএনপি’র বিজয় মিছিল ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিএনপির  অঙ্গ সংগঠনের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন ফরিদগঞ্জে কাজুরিয়ার এক যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু মির্জাপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল নিয়ামতপুরে বজ্রপাত থেকে বাঁচতে গণসচেতনতা ও লিফলেট বিতরণ

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাড়ির পাশের বাঁশ ঝাড় থেকে যুবকের লাশ উদ্ধার 

পঞ্চগড় প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে গলা কাটা অবস্থায় মোকলেছার রহমান (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে দেবীগঞ্জ থানার দক্ষ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৯টার দিকে মরদেহটি দেখতে পান নিহত যুবকের চাচীমা মোকসেদা বেগম।

নিহত মোকলেছার রহমান দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধনমন্ডল ঢাকাইয়া পাড়ার বাসিন্দা মো. শাহাবুদ্দিনের একমাত্র পুত্র। তিনি স্থানীয় খোচাবাড়ি বাজারে কসমেটিকসের দোকান করতেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে দেবীগঞ্জ থানা পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ঘিরে তদন্ত শুরু করে এবং আলামত সংগ্রহ করে। সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে। দুপুর দেড়টায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে হেফাজতে নেয়।

নিহতের বাবা মো. শাহাবুদ্দিন জানান, বুধবার রাত ৯টার দিকে মোকলেছার তার সন্তানকে দোকানে রেখে বাসায় ফেরে এবং পাশের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানে খেতে যায়। এরপর সে আর দোকানে যায়নি বা বাসায় ফেরেনি। ভোরবেলায় পুত্রবধূ জানায়, সে রাতে মোকলেছার বাড়ি আসেনি এবং তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। তিনি দাবি করেন, হত্যাকাণ্ডটি মোকলেছারের বন্ধুদের মাধ্যমেই ঘটেছে বলে তিনি সন্দেহ করছেন।

মোকলেছারের স্ত্রী বলেন, বিকেল ৪টার দিকে আমার স্বামী দোকানে যায়। রাত ৮টার সময় আমি তাকে ফোন করে বাসার জন্য কিছু খরচ আনতে বলি। এরপর রাত ১১টা পর্যন্ত সে বাসায় না ফেরায় আমি বারবার ফোন করি, কিন্তু তার মোবাইল নাম্বার বন্ধ পাই। পরে আমি ঘুমিয়ে পড়ি। সকালে এক চাচী বাইরে মরদেহ পড়ে আছে বলে চিৎকার করলে গিয়ে দেখি এই অবস্থা।

চাচী মোকসেদা বেগম বলেন, ‘আমি সকালবেলা ছাগল বাঁধতে সুপারি বাগানে যাই। তখন দেখি রক্তাক্ত অবস্থায় সে পড়ে আছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, ‘ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইয়ের দুটি দল রয়েছে এবং আলামত সংগ্রহ করছে। আলামত সংগ্রহ শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট