পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রাকে নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখতে লক্ষ্মীপুর জেলার রায়পুর ও রামগতি উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১২ জুন) এ অভিযান পরিচালিত হয়।
রায়পুর উপজেলায় বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালিয়ে দেখা যায়, কিছু পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছে। অভিযানে প্রমাণ পাওয়া গেলে দুইটি মামলায় মোট ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়। বাস কর্তৃপক্ষকে সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
এদিকে, রামগতি উপজেলায়ও একই ধরনের মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। সেখানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ৭টি মামলায় মোট ৬,০০০ (ছয় হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদের সময় জনভোগান্তি লাঘবে ও যাত্রীসেবায় শৃঙ্খলা ও ন্যায্যতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।জেলা প্রশাসন মিডিয়া সেল, লক্ষ্মীপুর