টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও সাবেক জিএস (ইয়াবা সম্রাট) সেলিম সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে পৌর কলেজ রোড সংলগ্ন সৈয়দ টাওয়ারের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সেলিম শিকদার মির্জাপুর পৌর ৩ নং ওয়ার্ডের বাওয়ার কুমারজানি গ্রামের অবসরপ্রাপ্ত সাবেক সেনা সদস্য কফিল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
তিনি ছাত্রলীগের প্যানেল থেকে মির্জাপুর কলেজ ছাত্র সংসদের জিএস নির্বাচিত হয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ৪ আগস্ট মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে।
এসময় পুলিশের গুলিতে গোপালপুর উপজেলার নলিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে কলেজছাত্র ইমন নিহত হন। এ ঘটনায় ইমনের ভাই সুমন বাদী হয়ে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক (ভোলা), সাবেক মন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও সাবেক ৭ এমপি সহ ১৫৭ জনের নাম উল্লেখসহ ৪০০/৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঐ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ সেলিম সিকদার কে গ্রেপ্তার করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দেওহাটা ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার(২জুন) টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য- গত বুধবার (২৮ মে) রাতে সেলিম শিকদারের স্ত্রী মাদক কারবারি রুবি আক্তার কনাসহ তার দুই সহযোগিকে পুলিশ ৭০ পিস ইয়াবা সহ বাসা থেকে গ্রেপ্তার করেন। তারা জেলহাজতে রয়েছে।