নওগাঁর নিয়ামতপুরে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১জুন) সকাল ১০টায় উপজলা সদরের হেলীপ্যাড মাঠে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়ার সহ-সভাপতি ইসাহাক আলী সরকার। সঞ্চালনা করেন
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিএম কাউসারুল রহমান রতন।
এসময় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, নিয়ামতপুর উপজেলা স্বেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সাথী, বিএনপি নেতা মতিউর রহমান মতিন, জাকির হোসেন, মনজুরুল রহমান রাসেল; শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন কাজীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।