1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিএনপির বিজয় মিছিল তালতলীতে গণঅভ্যুত্থান দিবসে বিএনপি’র বিজয় মিছিল ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিএনপির  অঙ্গ সংগঠনের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন ফরিদগঞ্জে কাজুরিয়ার এক যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু মির্জাপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল নিয়ামতপুরে বজ্রপাত থেকে বাঁচতে গণসচেতনতা ও লিফলেট বিতরণ ভোলাহাটে তারুণ্যের উৎসব কর্মসূচীতে  ফলজ ও বনজ গাছের চারা বিতরণ  পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক-১৪  নিয়ামতপুরে বিএনপি নেতার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

পাবনায় কোরবানির জন্য প্রস্তুত ৬ লাখের অধিক পশু

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

কোরবানির জন্য পাবনায় ছয় লাখের বেশি পশু প্রস্তুত রাখা হয়েছে। যদিও চাহিদা রয়েছে তিন লাখের বেশি। পশু উদ্বৃত্ত থাকলেও এ বছর ক্রেতা কম। খামারিরা বলছেন, বিভিন্ন জেলার বেপারিরা প্রতি বছর পশু কিনে নিয়ে যেতেন। তবে এবারের দৃশ্যপট ভিন্ন। জেলার পশুর হাটগুলোও প্রায় ক্রেতাশূন্য। এছাড়া পশু পালনে এবার খরচও বেশি হয়েছে। পাশাপাশি বিভিন্নভাবে চাঁদাবাজিও রয়েছে। সব মিলিয়ে এবার লোকসানের আশঙ্কা রয়েছে।

পাবনা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর জেলায় গরু, মহিষ, ছাগল ও ভেড়া মিলিয়ে ৬ লাখ ৪৮ হাজার ২০৪টি পশু কোরবানির উপযোগী করেছেন ২৭ হাজার ১০১ জন খামারি। এ বছর পশুর চাহিদা রয়েছে ৩ লাখ ১২ হাজার ৮২৬টি। সে হিসাবে ৩ লাখ ৩৫ হাজার ৩৭৮টি পশু উদ্বৃত্ত রয়ে যাচ্ছে।

খামারিদের দাবি, পশু উদ্বৃত্ত থাকলেও এবার ক্রেতা কম। যদিও দুই চারজন ব্যবসায়ী খামারে যাচ্ছেন, কিন্তু দাম বলছেন একদম কম। যে দাম বলছেন, সেটা তাদের পশুপালন খরচ থেকেও কম। প্রান্তিক খামারিদের অবস্থা আরো নাজুক। তাদের পশুর দামই বলছেন না বেপারিরা।

মহেন্দ্রপুর গ্রামের খামারি আব্দুল আলিম বলেন, ‘কোরবানিদাতার সংখ্যা কমে গেছে। ফলে এ বছর পশুর দাম একেবারেই নেই বললেই চলে।

পশু ব্যবসায়ী জনি শেখ জানান, প্রতি বছর পাবনা থেকে প্রচুর গরু কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেছি। চলতি বছর ট্রাক ভাড়া বেশি ও চাঁদা দিতে গিয়ে প্রতিটি পশুর ওপর ১৫-২০ হাজার টাকা বেশি পড়ছে।’

পাবনা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএসএম মুশারফ হোসেন বলেন, ‘জেলায় অর্ধেকের বেশি পশু উদ্বৃত্ত রয়েছে। গত বছর থেকে এ বছর আরো প্রায় ১৪ হাজার পশু বেশি পালন করা হয়েছে। পরিবহন ব্যয় বৃদ্ধি ও চাঁদাবাজির কারণে বেপারিরা পশু কিনতে অনীহা দেখাচ্ছেন। এজন্য খামারিরা লোকসানের মুখে পড়তে পারেন। তবে যেসব খামারি প্রণোদনা পেয়েছেন, তারা কিছু হলেও লাভের মুখ দেখবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট