1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিএনপির বিজয় মিছিল তালতলীতে গণঅভ্যুত্থান দিবসে বিএনপি’র বিজয় মিছিল ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিএনপির  অঙ্গ সংগঠনের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন ফরিদগঞ্জে কাজুরিয়ার এক যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু মির্জাপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল নিয়ামতপুরে বজ্রপাত থেকে বাঁচতে গণসচেতনতা ও লিফলেট বিতরণ ভোলাহাটে তারুণ্যের উৎসব কর্মসূচীতে  ফলজ ও বনজ গাছের চারা বিতরণ  পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক-১৪  নিয়ামতপুরে বিএনপি নেতার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৪ ঘন্টার ব্যাবধানে ডাকাতি, গুলিবিদ্ধ ১

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে মহিলা প্রবাসির মাইক্রোবাসে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।

এ সময় গোড়াই হাইওয়ে থানার রেকার চালকের সহকারী তুহিন গুলিবিদ্ধ হয়। পরে তাকে গুরুতর অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে।

এসময় ডাকাত দলের সদস্যরা প্রবাসি ও তার স্বজনদের নিকট থেকে নগদ টাকা, মোবাইল ফোন নিয়ে চম্পট দিয়েছে।

প্রবাসির ভাবি সুমাইয়া আক্তার বলেন, ২৯ মে আমার বড় ননদ বিউটি বেগম বিদেশ থেকে দেশে আসেন। তাকে নিয়ে ওইদিন আমার আরেক ননদ সম্পা আক্তারের টঙ্গী রেলস্টেশন এলাকার বাসায় যাই। পরে ৩০ তারিখ রাত সাড়ে ১২ টার দিকে আমি, আমার দুই ননদ ও শ্বশুর বগুড়া সারিয়াকান্দি বাড়িতে যাওয়ার জন্য রওনা দেই। প্রথিমধ্যে রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর চরপাড়া এলাকায় পৌঁছালে একটি হায়েস গাড়ি থেকে আমাদের নোয়া গাড়িকে থামাতে বলে। আমরা না থামলে তারা আমাদের গাড়ির গতি রোধ করে ৮ থেকে ৯ জন লোক এসে পরিচয় দেয় তারা প্রশাসনের লোক। এসময় তাদের কাছে পিস্তল, ওয়াকি টকি, হ্যান্ডকাপ, ছুরিসহ অনান্য অস্ত্র ছিলো। পরে তারা আমাদের সব কিছু তল্লাশি করতে থাকে। এসময় আমাদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ও ৫ টি মুঠোফোন নিয়ে নেয়। পরে পুলিশের একটি রেকার আসলে তাদের একজন তাদের বাঁধা দিলে তার হাতে গুলি করে। পরে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রেকার দিয়ে রাস্তা বন্ধ করে দেয় তখন আবার একটি গুলি করে গাড়ি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ এসে আমাদের ও গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রেকার চালক আমিনুর রহমান বলেন, মহাসড়কে একটি গাড়ি বিকল হয়ে পড়েছে এমন তথ্য পেয়ে রেকার নিয়ে বের হই। তখন চরপাড়া এলাকায় দুটি গাড়ি দাড়ানো দেখে আমার হেলপার এগিয়ে যায়। এসময় হেলপারকে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি রেকার দিয়ে রাস্তা অবরোধ করি এসময় আমাকে লক্ষ করে এক রাউন্ড গুলি করে তারা পালিয়ে যায়। এসময় তাদের কাছে তিনটি শর্টগান, একটি পিস্তলসহ দেশীয় অস্ত্র ছিলো।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাত দলের ফেলে যাওয়া একটি হাইয়েজ ও প্রবাসির মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। অগুলিবিদ্ধ একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমরা কাজ করছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের চরপাড়া বাইপাস সংলগ্ন এলাকা থেকে ১৭ লাখ ৫০ হাজার টাকার ৬০ ড্রাম পাম অয়েলসহ ট্রাক ডাকাতির ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট