1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
অভিভাবক সমাবেশ ও ষষ্ঠ শ্রেণীর অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ পাবনায় দিনদুপুরে যুবককে অপহরণ করে ৭০ হাজার টাকা মুক্তিপণ আদায় ভোলাহাটে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল বিজয় মিছিল ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিএনপির বিজয় মিছিল তালতলীতে গণঅভ্যুত্থান দিবসে বিএনপি’র বিজয় মিছিল ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিএনপির  অঙ্গ সংগঠনের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন ফরিদগঞ্জে কাজুরিয়ার এক যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু মির্জাপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল নিয়ামতপুরে বজ্রপাত থেকে বাঁচতে গণসচেতনতা ও লিফলেট বিতরণ

রৌমারী সীমান্তে ১৫ ভারতীয় নাগরিক পুশইন (বিএসএফ)

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ১৫ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা ঘিরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার ভোর ৪ টা ১৫ মিনিটের দিকে ১০৬৭ নম্বর সীমান্ত পিলারের নোম্যান্সল্যান্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ অবৈধভাবে ১৫ জনকে-যাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৫ জন নারী-বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে বিজিবি সদস্যরা পুশইন ঠেকাতে বাধা দেন। এ সময় স্থানীয়দের দাবি, সকাল ৬টার দিকে বিএসএফ চার রাউন্ড গুলি ছোড়ে, যা সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে। তবে বিজিবি গোলাগুলির বিষয়টি অস্বীকার করেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত পুশইনকৃত ব্যক্তিরা সীমান্তের নোম্যান্সল্যান্ডে অবস্থান করছেন। তারা ভারতের মেঘালয় বা আসাম নয়, বরং বান্দরবান জেলার বাসিন্দা বলে স্থানীয়রা ধারণা করছেন, তবে তাদের প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বড়াইবাড়ি বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন এবং স্থানীয়দের সহায়তায় সীমান্তে সতর্ক নজরদারি চলছে।

জামালপুর ব্যাটালিয়ন-৩৫ বিজিবির সহকারী পরিচালক ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট শামসুল হক জানান, বিএসএফ অবৈধভাবে পুশইনের চেষ্টা করলে আমাদের বিজিবি বাধা দেয়। পুশইন করা ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি, তারা দুই দেশের শূন্যরেখায় আছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গেছে। কিন্তু কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি।

বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও বিএসএফ এখনও কোনো সাড়া দেয়নি বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ৯টা) সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে কুড়িগ্রাম রৌমারী উপজেলা ২ নং শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী সীমান্তে আরো একটি মহিলাকে পুশইন করে ভারতীয় বিএসএফ। ওই মহিলাটি ভারতীয় নাগরিক। মোট ভারতীয় নাগরিক ১৫ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট