1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিএনপির বিজয় মিছিল তালতলীতে গণঅভ্যুত্থান দিবসে বিএনপি’র বিজয় মিছিল ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিএনপির  অঙ্গ সংগঠনের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন ফরিদগঞ্জে কাজুরিয়ার এক যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু মির্জাপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল নিয়ামতপুরে বজ্রপাত থেকে বাঁচতে গণসচেতনতা ও লিফলেট বিতরণ ভোলাহাটে তারুণ্যের উৎসব কর্মসূচীতে  ফলজ ও বনজ গাছের চারা বিতরণ  পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক-১৪  নিয়ামতপুরে বিএনপি নেতার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

রামগঞ্জে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রায়পুর উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ও ভাটরা ইউনিয়নে আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই ইউনিয়নের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ১০টিরও বেশি অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন রামগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় পুলিশ সদস্যরা এবং জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ভোলাকোট ইউনিয়নের শাকতলা প্রাইমারি স্কুলের সামনের এলাকা, এবং ভাটরা ইউনিয়নের পানিয়ালা বাজার ও দল্টা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসব স্থানে খালের উপর গড়ে ওঠা দোকান, ছাউনি, টিনশেড ঘরসহ একাধিক স্থাপনা অপসারণ করা হয়, যা দীর্ঘদিন ধরে পানি চলাচলে বাধা সৃষ্টি করছিল এবং এলাকাবাসীর জলাবদ্ধতার ভোগান্তি বাড়াচ্ছিল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি খাসজমি ও খালের জায়গা দখল করে নির্মিত এসব অবৈধ স্থাপনা জনস্বার্থে উচ্ছেদ করা হয়েছে। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ ফিরিয়ে আনতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযান-পরবর্তী প্রতিক্রিয়ায় সহকারী কমিশনার (ভূমি) বলেন, “খাল দখল করে কেউ যেন আর স্থাপনা গড়তে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, দীর্ঘদিনের জলাবদ্ধতা ও নালার পানি নিষ্কাশন সমস্যার সমাধানে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

উল্লেখ্য, জেলা প্রশাসন, লক্ষ্মীপুর-এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিবেশ সংরক্ষণ ও জনদুর্ভোগ হ্রাসের লক্ষ্যে রামগঞ্জ উপজেলায় এ ধরনের উচ্ছেদ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট