বিরামপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা ও দুই সমর্থককে গ্রেফতার করে শনিবার (২৪ মে) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে বিরামপুর থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়,বিরামপুর থানা পুলিশ শুক্রবার দিবাগত মধ্যরাতে বিশেষ অভিযানে চালায়।
এসময় ১নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ সমর্থক সাইফুল ইসলাম (৫২),মুকুন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান (৫৩), মুকুন্দপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক ও আওয়ামীলীগ সমর্থক জাকিরুল ইসলাম (৪৮) এবং ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলামকে (৬০) কে আটক করেন।
এবিষয়ে বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, পূর্বের রুজুকৃত রাজনৈতিক মামলার সংশ্লিষ্টতায় গ্রেফতার দেখিয়ে আসামীদের শনিবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।