লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ‘আলতাফ মাস্টার ঘাট’ এখন নদীভাঙনের কবলে পড়েছে। এক সময় যেখানে ছিল প্রকৃতির অপরূপ সৌন্দর্য, ছোট ছোট চায়ের দোকান আর মানুষের আড্ডার প্রাণকেন্দ্র আজ সেখানে কেবল ভাঙন আর ধ্বংসের চিহ্ন।
স্থানীয়রা জানান, ঘাট এলাকাটি ছিল একটি সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র, যেখানে উন্নয়ন প্রকল্প নেওয়ার মতো পরিবেশ ছিল। কিন্তু বর্তমানে মেঘনা নদীর করাল গ্রাসে ঘাটের একাংশ বিলীন হয়ে গেছে। নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে আশপাশের বসতি ও ব্যবসা প্রতিষ্ঠানও হুমকির মুখে পড়েছে।
পর্যটকদের বেপরোয়া চলাফেরা, স্থানীয় কর্তৃপক্ষের নজরদারির অভাব এবং কার্যকর কোনো স্থায়ী বাঁধ নির্মাণ না থাকায় পরিবেশ দ্রুত ভেঙে পড়ছে।
স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে এই ঐতিহাসিক ঘাট ও আশপাশের জনপদের অস্তিত্ব সংকটে পড়বে। তারা পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছেন, যেন অতি দ্রুত একটি স্থায়ী ভাঙনরোধ প্রকল্প বাস্তবায়ন করা হয়।