1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজাপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ ভূরুঙ্গামারীতে ব্লাড ক্যন্সারে আক্রান্ত ৮ বছরের এক শিশুর জীবন বাঁচাতে আকুল আবেদন বিমান দুর্ঘটনায় শহিদ মাহেরীনের কবরে শ্রদ্ধা জানালেন ডা. জাহিদ হোসেন কালাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের ফরিদগঞ্জ এলপিজি স্টেশনে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতাধিক পরিবার ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ভাসানী শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ- নাহিদ ইসলাম ভোটের সময় প্রতিশ্রুতি স্বাধীনতার পরে সংস্কার হয়নি ১কিঃ রাস্তা  মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

নির্ধারিত সময়ে শেষ হলো না ব্রিজের কাজ ভোগান্তিতে হাজারো মানুষ 

পঞ্চগড় প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের উমেষের ডাঙ্গায় খড়খড়িয়া নদীর ওপর নির্মানাধীন সেতু দেড় বছরেও দৃশ্যমানের অগ্রগতি পায়নি। এলজিইডির প্রকল্প হলেও কাজের ধীরগতি ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগে এলাকাবাসী ক্ষুব্ধ। এরই মধ্যে বর্ষা মৌসুম শুরু হওয়ায় অন্তত ১০ হাজার মানুষের মাঝে দুর্ভোগ বাড়ছে।

স্থানীয়দের ভাষ্যমতে, উমেশের ডাঙ্গা থেকে সোনাহার ও দিনাজপুরের খানসামা উপজেলার কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে এই নদীপথে। আগে বাঁশের সাঁকো থাকলেও সেতু নির্মাণের সময় সেটি ভেঙ্গে ফেলা হয়। যার ফলে এখন নদী পারাপার হওয়া এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।

২০২৩ সালের ১৮ অক্টোবর ৬ কোটি ৩০ লাখ ৪৭ হাজার ৪৮৪ টাকা ব্যয়ে সেতুর কাজ শুরু হয়। নির্ধারিত সময় ছিল ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু সময় পেরিয়ে গেলেও একটি পিলার অসম্পূর্ণ, যা মূল কাঠামোর কাজ শুরু হয়নি।

নিম্নমানের সামগ্রী ও বারবার কাজ বন্ধ থাকার অভিযোগ এনে স্থানীয় বাসিন্দারা জানান, সেতু নির্মাণে মাটিযুক্ত পাথর খোলা অবস্থায় রড রেখে মরিচা ধরা সহ বিভিন্ন অনিয়ম ঘটছে। আলামিন খন্দকার জানান, অভিযোগ করলেও এলজাইডি কর্মকর্তারা শুনেও না সোনার ভান এড়িয়ে যাচ্ছেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহরিয়ার ইসলাম শাকিল বলেন, বর্ষা ও আকস্মিক বৃষ্টির কারণে কাজ ব্যাহত হয়েছে। সময় বাড়ানো হয়েছে অস্থায়ী সেতু পুনঃনির্মাণ করা হবে।

ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স লিমিটেড এর প্রতিনিধি আরিফ ইসলাম বলেন, আমি নতুন এসেছি, আগে কি হয়েছে আমার জানা নেই। এখন এসব অভিযোগ আমি ঠিকাদার কে জানাবো।

সেতুর এই দীর্ঘসূত্রতা সরকারের উন্নয়ন প্রকল্পে নজরদাড়ি ঘাটতির বিষয়টিকে সামনে নিয়ে নিয়ে আসছে। স্থানীয়রা দ্রুত কাজ শেষ করে যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট