বর্ষা মৌসুমের আগে জলাবদ্ধতা প্রতিরোধে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা এলাকায় আজ বৃহস্পতিবার দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। ডাকাতিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে গড়ে ওঠা মাছ চাষের বাঁধ অপসারণ এবং অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পানি উন্নয়ন বোর্ড ও রায়পুর থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন।
স্থানীয় প্রশাসন জানায়, ডাকাতিয়া নদীতে অবৈধ বাঁধ ও জালের কারণে পানি নিষ্কাশনের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছিল। ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছিল। এ সমস্যা নিরসনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন, লক্ষ্মীপুর সূত্রে জানা যায়, বর্ষার আগে নদী ও খালগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এই ধরনের অভিযান চলমান থাকবে।