আমাদের ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ সুতার গুপ্টা গ্রামের মানুষ বছরের পর বছর ধরে যাতায়াতের দুর্ভোগে ভুগছে। ছোট-বড় সবার জন্য একটি সেতুর অভাব আজ আমাদের জীবনের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্কুলে যেতে হয় কাদায় ভেজা পায়ে, রোগীকে হাসপাতালে নিতে হয় ঝুঁকি নিয়ে, আর কৃষকরা নিজেদের ফসল ঠিকমতো বাজারে আনতে পারে না।
নির্বাচনের সময় এলেই চেয়ারম্যান-মেম্বাররা ভোট চাইতে আসে, বড় বড় কথা বলে, আশ্বাস দেয় কিন্তু ভোট শেষে তারা আর ফিরেও তাকায় না। এভাবে কি জনপ্রতিনিধিত্ব চলে? আমরা জনগণ যখনই বিপদে পড়ি, তখন তারা কোথায় থাকে?
আমরা স্পষ্টভাবে বলতে চাই এখন আর প্রতিশ্রুতি নয়, আমরা বাস্তব কাজ চাই। আমাদের দাবি একটাই দক্ষিণ সুতার গুপ্টা এলাকায় একটি ব্রিজ নির্মাণ করা হোক।
জনগণের কষ্টকে অবহেলা করে যারা জনপ্রতিনিধি থাকে, তাদের দায়িত্ব নেওয়ার কোনো অধিকার নেই।
ভোটের সময় নয়, কাজের সময় আমাদের পাশে থাকুন।
এই দাবি শুধু দক্ষিণ সুতার গুপ্টার নয় এটা একজন সচেতন নাগরিকের দাবি।