লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দারগঞ্জে সাইজুদ্দিন মোল্লা মাছের আড়তের পাশ ঘেঁষে অবৈধভাবে চলছে বালু উত্তোলন। ড্রেজার মেশিন ব্যবহার করে দিনের পর দিন নদী থেকে বালু উত্তোলন করলেও দেখার যেন কেউ নেই।
স্থানীয়দের অভিযোগ, এক সময় এই নদীর তীরে হাজার হাজার মানুষের ভিটে-মাটি ছিল। কিন্তু লাগামহীন নদী ভাঙনে সবকিছু বিলীন হয়ে গেছে। এখন সামান্য যে চর পড়ছে, সেটিও রক্ষা পাচ্ছে না অবৈধ ড্রেজার মেশিনের ধ্বংসযজ্ঞ থেকে।
তারা আরও জানান, প্রশাসনের চোখের সামনে এই কর্মকাণ্ড চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতে পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি ঝুঁকির মুখে পড়ছে স্থানীয় বসতভিটা ও কৃষিজমি।
স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।