পাবনার শহরের আব্দুল হামিদ রোডে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ২০মে অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে বি এম স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ২ হাজার টাকা এবং রাজু ফার্মেসিকে একই আইনের ৩৭ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
এছাড়া ব্যবসায়ীদের সতর্ক করে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়। অভিযানকালে রনিকে সহায়তা করেন পাবনা জেলা আনসার ব্যাটালিয়নের চৌকস একটি টিম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।