অদ্য ২০ মে ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, জেলা প্রশাসন লক্ষ্মীপুর কর্তৃক আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
সভায় জেলার বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন মহোদয়।
তিনি তাঁর বক্তব্যে ঈদুল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, যানজট নিরসন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশ বিভাগের প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ঈদ উদযাপনের আহ্বান জানান।