লক্ষ্মীপুরের আল মঈনুল ইসলাম একাডেমির এক শিক্ষক কর্তৃক নির্যাতনের শিকার হয়ে নিহত শিশু সানিমের হত্যার বিচার দাবিতে আজ রাজধানীর শাহবাগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক ও মানবাধিকার কর্মীরা এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “একজন শিক্ষকের হাতে এমন নিষ্ঠুর হত্যাকাণ্ড আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতি প্রশ্ন তোলে। শিশু সানিমের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন আর কোনো শিক্ষক এমন বর্বরতার সাহস না পায়।
মানববন্ধনে উপস্থিত এক অভিভাবক বলেন, “আমাদের সন্তানদের স্কুলে পাঠাই শেখার জন্য, কিন্তু যদি শিক্ষকই মৃত্যুর কারণ হয় তবে আমরা কোথায় যাব?”
প্রতিবাদকারীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার নিষ্পত্তি ও শিশু সুরক্ষা আইনের কার্যকর প্রয়োগ দাবি করেন।
বিচার চাই, দ্রুত বিচার চাই—এই স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ চত্বর।