গাজীপুরের কাশিমপুরে সরকারি খাসের জমিদ খলের হিড়িক পড়েছে।ক্ষমতাসীন কিছু অসাধু ভূমিদস্যু ও দালালদের হাত ধরে দখল হচ্ছে ডিসির এক খতিয়ানের, এসএ-২৮ ও আর এস-৫৪ দাগের এই মহা-মূল্যবান জমি।
স্থানীয় ক্ষমতাসীন দখলদারদের সাথে কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও এসিল্যান্ড অফিসের কর্মকর্তাদের যোগসাজশেই দখল হচ্ছে মূল্যবান এই খাস জমি।তবে জমি উদ্ধারে এবং দখল ঠেকাতে অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট কাশিমপুর ভূমি অফিস এসিল্যান্ড অফিস কর্মকর্তাদের উদাসীনতার অভিযোগ ও রয়েছে। সরেজমিনে অনুসন্ধান করে জানা যায় কাশিমপুর পানিশাইল মৌজার আওতাধীন কাশিমপুর ১ নং ওয়ার্ড দক্ষিণ পানিশাইল এলাকায় ডরেন লিমিটেড গার্মেন্টস ফ্যাক্টরি সরকারি খাসের জমি দখল করে নির্মাণ করা হয়েছে বহুতল ভবনও বাউন্ডারি, এছাড়াও নিয়ম নীতিকে তোয়াক্কা না করে খাসের জমি সীমানা ঘেষেও নির্মাণ করা হচ্ছে বিভিন্ন স্থাপনা।
আইন অনুযায়ী সংরক্ষিত ডিসির খাস খতিয়ান ১ এর সরকারি ব্যক্তিগত জমিতে কোন প্রকার স্থাপনা নির্মাণের পূর্বে ডিসি অফিস অথবা ভূমি অফিস থেকে, জমির সীমানা নির্ধারণের নিয়ম থাকলে ও তার কোনটি মানা হচ্ছে না, এদিকে গাজীপুর এসিলেন্ট অফিস থেকে সরকারি কর্মকর্তা এসে কাজে বাধা দেওয়ার পরেও কাজ চলমান রয়েছে বলে অভিযোগ রয়েছে। এই এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন সরকারি কর্মকর্তাদেরকে মোটা অংকের টাকা দিয়ে সরকারি খাস জায়গা দখল করে নিতেছে।