টাঙ্গাইলের মির্জাপুরে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগে চান মিয়া নামের এক ব্যক্তিকে আটকের পর গণপিটুনি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে এলাকাবাসী। খবর পেয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে মির্জাপুর উপজেলায় বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনার পর বৃহস্পতিবার (১৫মে) বিকেলে শিশুটির মা বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত চান মিয়াকে (৫০) গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত চান মিয়া উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিশুটি অন্য শিশুদের সঙ্গে পাশের বাড়িতে খেলতে যায়।
তখন অভিযুক্ত চান মিয়া শিশুটিকে ফুঁসলিয়ে একটি ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এমন সময় এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে মাঝালিয়া বাজারে গাছের সঙ্গে বেঁধে রাখে।
সংবাদ পেয়ে অভিযুক্তকে উদ্ধার করে মির্জাপুর থানার নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।