টাঙ্গাইলের মির্জাপুরে প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশুকে (৭) ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) দুপুরে মির্জাপুর উপজেলায় ভাদগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর মঙ্গলবার (১৩মে) বিকেলে শিশুটির মা বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত বাবুল মিয়াকে (৫০) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার বাবুল মিয়া উপজেলার মৃত সুলতান মুন্সির ছেলে।
তবে গ্রেপ্তার বাবুল মিয়ার ভাই শওকত মিয়া দাবি করেন, তার ভাই মির্জাপুর বাজারের একজন প্রতিষ্ঠিত ফল ব্যবসায়ী ছিলেন। কিন্তু স্ট্রোক করার কারণে গত ১০ বছর যাবৎ ব্যবসা করতে পারছেন না, বাড়িতেই থাকেন, বিছানায় প্রস্রাব-পায়খানা করেন, টাকাও চিনেন না। যারা মামলা করেছেন তাদের সাথে আমাদের কোন শত্রুতা নেই। যেটা হয়েছে সেটা ভুল বোঝাবুঝি।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঐ শিশু অন্য শিশুদের সাথে বাড়ির পাশে খেলতে যায়। কিছুক্ষণ পর অন্য একটি শিশু শিশুটির মাকে খবর দেয়, বাবুল মিয়া শিশুটিকে ধর্ষণের চেষ্টা করছে। খবর পেয়ে শিশুটির মা এবং বাড়ির লোকজন দৌড়ে ঘটনাস্থলে গেলে বাবুল মিয়া পালিয়ে যায়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার মামলায় বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে দায়ও স্বীকার করেছেন।
তবে তিনি শারিরীক-মানসিকভাবে অসুস্থ থাকলে প্রমাণপত্র আদালতে পেশ করতে পারেন।