নওগাঁর ধামইরহাটে কৃষকের সোনার ফসল ঘরে তুলতে অর্থের বিনিময়ে শরীরের ঘাম ঝড়াচ্ছেন শ্রমিকরা। তীব্র রোদে ধান কাটা এসব শ্রমিকদের পাশে খাবার নিয়ে হাজির হয়েছেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবা। ১১ ও ১২ মে (রবিবার-সোমবার) উপজেলার উমার ইউনিয়নের কাদিপুর মাঠে সিরাজগঞ্জ থেকে আসা ধান কাটা শ্রমিকদের মাঝে ১টি করে পানির বোতল, সেলাইন ও পাউরুটি বিতরণ করেন মানবসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রাসেল মাহমুদ। বিতরণ কালে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক হোসেন, সংগঠনের সদস্য মো. রাব্বী হাসান, আবু ইউসুফ, মাসুদ রানা, সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ উপজেলার শাহজাদপুর উপজেলা থেকে আসা ধান কাটার শ্রমিক আকবর আলী বলেন,‘জীবিকার তাগিদে এতদূরে এসে রক্ত পানি করে ধান কাটতে এসেছি, তবে এই কষ্ট অনেকটাই দুর হয়েছে মানবসেবা নামের সংগঠনের কার্যক্রম দেখে, নিজ উদ্যোগে আমাকে তৃষ্ণা মিটানো এই সংগঠন বেঁচে থাক যুগ যুগ ধরে।’
উল্লেখ্য যে, মানবসেবা সংগঠন ধামইরহাট উপজেলার বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে, সংগঠনের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন, অসহায়দের ঘর-বাড়ী নির্মান-সংস্কার, কণ্যাদায়গ্রসন্থ পিতার মেয়ের দিয়ে দেওয়া, অসহায়দের আর্থিক সহায়তা, এতিম শিশুদের পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কাজে প্রশংসার দাবীদার এই সংগঠনটি।