ফরিদপুরের বোয়ালমারীতে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা-মালিখালি মাঠে অবৈধ ভাবে এক্সকুভেটর দিয়ে ফসলি জমি থেকে মাটি কাটে বিভিন্ন স্থানে মাটি বিক্রির অপরাধে মালিখালী গ্রামের মো. রফিক উদ্দিনের ছেলে মো: কামরুল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অবৈধ ভাবে অনুমোদন বিহীন মাটি কাটায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ও ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ করে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (১০মে) দুপুরে সরেজমিনে আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সোহেল। আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান- ফসলি জমি বিনষ্ট ও মাটি কাটার অনুমোদন না থাকায় কামরুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।