টাঙ্গাইলের মির্জাপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টা ৫ মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদে পান্না সরকার জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লং ভেহিকেল (লোব্যাট) ট্রাকের পেছনে সিরাজগঞ্জগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ঘন্টায় প্রায় ৯০ কিলোমিটার বেগে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপে থাকা চালকসহ তিনজন নিহত হন।
নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো- সিরাজগঞ্জের শাহজাদপুর থানার মাদলা গ্রামের রশিদ মিয়ার ছেলে উজ্জ্বল এবং গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দক্ষিণবাগ মহল্লার আল আমিন। নিহত অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, গোড়াই মিলগেট এলাকায় উত্তরবঙ্গগামী লোবেটের সাথে থাক্কায় পিকআপটি উল্টে যায়। এতে চালকসহ পিকআপে থাকা তিনজন নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। এসময় ট্রাক চালক পালিয়ে যায়। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুদ খান জানান, “দুর্ঘটনার পর পরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস (সিভিল ডিফেন্স) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়েছে। লাশের সুরথ হাল করা হয়েছে ও লোব্যাট ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান আছে।