নওগাঁর নিয়ামতপুরে নাশকতার মামলায় আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ছাতড়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৫০)। তিনি উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া গ্রামের আজাহার আলী মণ্ডলের ছেলে ও উপজেলা চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগের ২ নং ওয়ার্ড সভাপতি ও অত্র ইউনিয়নের ওয়ার্ড সদস্য পদে দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতার মামলায় আসামি শরিফুল ইসলামকে ছাতড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে পূর্বে করা একটি নাশকতার মামলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।