1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জে প্রেমিকের বিয়েতে অস্বীকৃতি কিশোরীর আত্মহত্যা 

গোপালগঞ্জ প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ শহরের ইসলামবাগ এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী। মৃত কিশোরীর নাম আলেয়া (১৩)। তার পিতা আহাদ মুন্সী, বাড়ি টুঙ্গীপাড়ার বর্ণী গ্রামে।

জানা যায়, আজ মঙ্গলবার (৭ মে) সকাল আনুমানিক ১০টায় ইসলামবাগে ভাড়া বাসায় আলেয়া আত্মহত্যা করে। কিছুদিন আগে ঢাকায় পরিচারিকার কাজ ছেড়ে সে বড় বোনের সঙ্গে ইসলামবাগ এলাকায় বসবাস শুরু করে।

পরিবার সূত্রে জানা গেছে, আলেয়ার প্রেমের সম্পর্ক ছিল অন্য গ্রামের কালু শেখ নামে এক যুবকের সঙ্গে, যার পিতা রাঙ্গা শেখ। তারা মাঝে মাঝে একসঙ্গে ঘুরতে যেতো। আলেয়ার বড় বোনের দাবি, কালু তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পরে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে আলেয়া আত্মহত্যার পথ বেছে নেয় এমন ধারণাই করা হচ্ছে প্রাথমিকভাবে।

আত্মহত্যার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট