1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

আশুলিয়ায় দিনে দুপুরে ইউপি সদস্যের ভাইকে কুপিয়ে হত্যা 

সাভার প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ঢাকা সাভারের আশুলিয়ায় রুবেল মন্ডল (৩৬) নামে এক ব্যক্তিকে দিনে দুপুরে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ মে) দুপুরে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রামের দেউন এলাকার নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রুবেল মণ্ডল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণ পাড়া এলাকার নায়েব আলী মন্ডলের ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার রুহুল আমীন মন্ডলের ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার পাড়াগ্রামের দেউন এলাকার নির্জন স্থানে রুবেল মন্ডলের রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, নিহতের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়না তদন্তের প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে। এছাড়া হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট