1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে সড়ক দূর্রঘটনায় বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু 

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় বাকপ্রতিবন্ধী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধার নাম করিমন বেওয়া (৯০)। সোমবার রাতে উপজেলার তিলাই ইউনিয়নের ইউনিয়ের পশ্চিমছাট গোপালপুর গ্রামের কালাচান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (৬ মে) সকালে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাকপ্রতিবন্ধী ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে তিলাই ইউনিয়নের কুমারটারী এলাকায় অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করতেন। প্রতিদিনের মতো সোমবার রাতে তিনি কালাচান মোড়ের উত্তরে রাস্তা পার হচ্ছিলেন। সেই মুহূর্তে একটি দ্রুতগামী অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসি রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেয়।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মরদেহ এলাকাবাসীর কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় একটি মামলা হয়েছে। ঘাতক অটো চালককে সনাক্তের চেষ্টা চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট