1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

কক্সবাজার টেকনাফে পৃথক অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জন পাচারকারী আটক।

মঙ্গলবার (৬ মে) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

আটককৃত মাদক পাচারকারী কেফায়েত উল্লাহ (৩০) টেকনাফ ও জাহেদ হোসেন (৩২) পালংখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ সাবরাং জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশী করে মাছ রাখার বক্সের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে অদ্য দুপুর ৩ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনক একটি সিএনজি তল্লাশী করে সিটের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট