1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

নিয়ামতপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে  মানববন্ধন

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ মে) বেলা ১২ টায় “ভুক্তভোগী গ্রামবাসী” র ব্যানারে উপজেলার রসুলপুর ইউনিয়নের সুরুজ পুকুরিয়াও পিরপুকুরিয়া গ্রামবাসী এ মানববন্ধনে অংশগ্রহণ করে।

এ সময় মানববন্ধনে ধীরেন, জহিরুল, রহিমা তাঁদের বক্তব্যে বলেন,  পিরপুকুরিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে জালাল উদ্দীন  পিরপুকুরিয়া ও সুরুজপুকুরিয়া গ্রামের প্রায় ৪২ জনের বিরুদ্ধে  মিথ্যা মামলা দায়ের করেছেন।

তাঁরা বলেন, আমাদের গ্রামের নিরীহ প্রায় ৪২ জন পুরুষ এবং  মহিলার বিরুদ্ধে বিভিন্ন সময় রাস্তা দখল, মাছ মেরে নেওয়া  সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকার করছেন জালাল উদ্দীন।

এছাড়াও পুকুরের কাগজ নকল করে এলাকার পুকুর দখলবাজী করে এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষকে মামলা দিয়ে হয়রানি করে আসছে তিনি। এঘটনায় অনতিবিলম্বে জালাল উদ্দীনকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও ) বরাবর স্মারকলিপি প্রদান করে করেন তাঁরা ।
এ বিষয়ে জালাল উদ্দীনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।  এ কারনে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট