সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারীদের পর্দা নিয়ে বিরূপ মন্তব্য করায় কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রভাষক লাকী খাতুনকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা। রবিবার সকালে কলেজ ক্যাম্পাসে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েল, সহকারী অধ্যাপক আজাদ হোসেন, শিক্ষার্থী আনিসুর রহমান প্রমুখ।
এর আগে শুক্রবার লাকী খাতুন তার ফেসবুক পেইজে নারীদের পর্দা প্রথা নিয়ে বিরুপ মন্তব্য করে একটি পোষ্ট দিলে ধর্মপ্রাণ মানুষ ক্ষুব্ধ হন। শনিবার লাকী খাতুনের নাগেশ্বরীর সাপখাওয়া বাড়ি ঘেরাও করে তৌহিদি জনতা। এর পর থেকে লাকী খাতুন পলাতক রয়েছে।