লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর খারুভাজ গ্রামে ছাগল ধান খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলা-মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল পাশের জমির ধান খেয়ে ফেলে প্রতিবেশীর বাদশা মিয়ার ছাগল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষ ছাগলটি ধরে অন্যের বাড়িতে বেঁধে রাখে। ছাগলের মালিক ধান চাষীকে ছাগল দিয়ে দেওয়ার প্রস্তাব দিলে পআরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
ঘটনার মীমাংসার জন্য যখন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বসার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ছাগলের অপর এক মালিক (যিনি পেশায় ইজিবাইক চালক) আদিতমারী বাজারে যাত্রী নিয়ে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন। তাকে বেধড়ক মারধর করা হয়।
ঘটনার মূল কেন্দ্রবিন্দুতে থাকা ছাগলের মালিক বাদশা মিয়া পেশায় গ্রাম পুলিশ। অভিযোগ উঠেছে, তাকে চাকরি থেকে সরানোর জন্য প্রতিপক্ষ কৌশলে নানা মিথ্যা অভিযোগ তুলে থানায় মামলা করেছে। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী আজ মিলন বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, বাদশা মিয়ার উপর উদ্দেশ্যমূলকভাবে একাধিক অভিযোগ আনা হয়েছে, যা হয়রানিমূলক। তারা দ্রুত বাদশা মিয়ার গ্রাম পুলিশ পদে পুনর্বহালের দাবি জানান।