1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

ফ্যাসিষ্ট সরকার দ্বারা বারবার কারা নির্যাতিত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার ৩০ এপ্রিল সকাল ১১টায় নাগরপুর উপজেলা মোড়ে দৈনিক আমার দেশ পাঠক ফোরামের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

আমার দেশ নাগরপুর প্রতিনিধি নাগরপুর ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জসিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আল আমিন সহ অনেকেই।

এসময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের দোসর ৭১ টেলিভিশনের মালিক কর্তৃক আমার দেশ সম্পাদক সহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার ও সংশ্লিষ্ট টেলিভিশনের সম্প্রচার বন্ধ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়।

সততার সাথে সাংবাদিকতা করতে গিয়ে বাংলাদেশের সবচেয়ে সৎ ও সাহসী সাংবাদিক মাহমুদুর রহমানকে শারীরিক নির্যাতন, কারাবরণ ও দেশ ত্যাগ করতে হয়েছিল। আজ নতুন বাংলাদেশে আবারো হাসিনার দোসর মোস্তফা কামাল সহ অনেকেই ষড়যন্ত্রে মেতে উঠেছে। এরই ধারাবাহিকতায় আমার দেশ পত্রিকার সম্পাদক সহ আমার দেশ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা সাংবাদিকতার প্রশ্নে সবাই এক ও অভিন্ন। এসব মামলা প্রত্যহার করে গণমাধ্যমকে সততার সাথে দায়িত্ব পালনের সহযোগীতার আহবান করা হয়।

মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট