1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

কালাইয়ে ধান ক্ষেত থেকে ট্রাক চালক ও হেলপার আহত উদ্ধার স্থানীয়রা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

চট্রগ্রাম থেকে একটি সয়াবিন তেলের লরি রংপুরের উদ্দেশে আসার পথে বগুড়ার মহাস্থানে একটি সংঘবদ্ধ ডাকাত দলের কবলে পড়ে।

ডাকাতরা চালক ও হেলপারকে মারধর করে আহত অবস্থায় জয়পুরহাটের কালাইয়ের একটি ধান ক্ষেতে ফেলে দিয়ে ওই লরিটি ছিনতাই করে নিয়ে যায়।

জানা গেছে, তেলের লরি চালক রংপুর সদরের বাবুগঞ্জের মৃত নুর ইসলামের ছেলে আব্দুল মালেক ও রংপুর মিঠাপুকুরের ইসলামপুর, মন্ডল গ্রামের মৃত শামসুল হকের ছেলে নজরুল ইসলাম, তারা দুজনেই তেলের লরিতে চালক ও হেলপার হিসেবে থাকতেন। গত রবিবার চট্রগ্রাম থেকে একটি সয়াবিন তেলের লরি রংপুরের উদ্দেশে আসার পথে বগুড়ার মহাস্থানে ওভার ব্রিজে থেকে নামার পর ১০থেকে ১২জন একটি সংঘবদ্ধ ডাকাতের দল রবিবার দিবাগতরাত ১টার দিকে একটি পৃথক একটি ট্রাক দিয়ে গতিরোধ করে।

পরে তারা সয়াবিন তেলের লরিতে উঠে তাদের নিয়ন্ত্রণে নিয়ে ট্রাকটি  ডাকাত দল রংপুরের দিকে না গিয়ে জয়পুরহাটের দিকে প্রবেশ করে।

এক পর্য়ায়ে ডাকাতরা চালক ও হেলপারকে মারধর করে মোকমতলা ও জয়পুরহাটের আঞ্চলিক মহাসড়কের কালাই পৌরসভার সড়াইল এলাকার রাস্তার উত্তর দিকের একটি ধান ক্ষেতে ফেলে দিয়ে তেলের লরি নিয়ে চলে যায়।

সোমবার সন্ধ্যার ৬টার দিকে স্থানীয় জনগন ধানের ক্ষেতে তাদের দেখতে পায়। তারা সাথে সাথে বিষয়টি কালাই থানা পুলিশ কে জানিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ জনগনের সহায়তায় তাদের উদ্ধার করে। এর পর তাদের কালাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে দেয়।

এ বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদ হোসেন জানান,  দুজন ব্যাক্তিকে পৌরসভার সড়াইল এলাকার রাস্তার উত্তর দিকের একটি ধান ক্ষেতে থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে দেয়া হয়েছে। এ বিষয়ে অবিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট