1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি কাতার

আন্তর্জাতিক ডেস্ক:-
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

বিশ্বব্যাংকে থাকা সিরিয়ার ১৫ মিলিয়ন ডলার ঋণ শোধের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও কাতার। রোববার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি এতে বলা হয়েছে, ‘সৌদি আরব ও কাতারের অর্থ মন্ত্রণালয় যৌথভাবে বিশ্বব্যাংকে থাকা সিরিয়ার ১৫ মিলিয়ন ডলারের বকেয়া ঋণ পরিশোধের ঘোষণা দিচ্ছে।

গত বছরের ৮ ডিসেম্বর সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর দেশটির ক্ষমতাগ্রহণ করেন ইসলামপন্থি দল হায়াত তাহরির আল-শামের প্রধান নেতা আহমেদ আল সারা।

আহমেদ আল-শারার সঙ্গে পূর্বে আল-কায়েদার সংশ্লিষ্টতা থাকলেও সেখান থেকে নিজের দূরত্ব তৈরি করেছেন তিনি। প্রেসিডেন্টের দায়িত্ব নেবার পর সারা ক্ষমতা নিয়ে আরব ও পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক বাড়ানোর চেষ্টা শুরু করেন।

এর আগে দেশটিতে গত ১৪ বছর যে গৃহযুদ্ধ চলেছে সেটির জেরে আরবদের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল তাদের। তবে সময়ের পরিবর্তেনে কূটনৈতিক সম্পর্ক নতুন করে আবারও ধীরে ধীরে শুরু হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট