1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সৈনিক লীগের সহসভাপতি রিপনের হুমকি

কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

সংবাদ প্রকাশের জেরে কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা প্রতিনিধি দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মোঃ বাদল হাওলাদারকে হুমকি দিয়েছেন ঝালকাঠি জেলার কার্যনির্বাহী কমিটির সৈনিক লীগের সহসভাপতি রিপন তালুকদার।

রবিবার ১৯(এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে আশ্রান প্রকল্পের এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২১ এপ্রিল সকাল ১১ ঘটিকায় সময়, রিপন তালুকদারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন সিনিয়র সাংবাদিক মোঃ বাদল হাওলাদার।

অভিযুক্ত ওই সৈনিক লীগের সহসভাপতি নাম নুরুল ইসলাম আবেদিন (রিপন তালুকদার) তিনি ঝালকাঠি সৈনিক লীগের সহসভাপতি। জানা যায়, গত ১৯ এপ্রিল ‘ সৈনিক লীগের সহসভাপতি বিরুদ্ধে গুচ্ছ গ্রামে ঘর দখলের অভিযোগ’ শিরোনামে গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে গত ২০ এপ্রিল আবার রাত ৯টার দিকে সাংবাদিক মোঃ বাদল হাওলাদারকে মুঠোফোনে হুমকি দেন রিপন তালুকদার। এ ব্যাপারে সাংবাদিক মোঃ বাদল হাওলাদার বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হুমকির শিকার হয়েছি।

এই হুমকি শুধু মত প্রকাশের স্বাধীনতায় আঘাত নয়, বরং গণতন্ত্র ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে রয়েছি। আমি আশা করি, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনবে।
এ ঘটনায় উপজেলায় কর্মরত সাংবাদিকরা গভীর উদ্বেগ জানিয়েছেন।

এশিয়ান টেলিভিশনে সাংবাদিক মোঃ রাজিব তালুকদার বলেন-প্রকাশিত সংবাদ নিয়ে কারো আপত্তি থাকলে সে বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় প্রতিবাদ করার সুযোগ আছে। সে সুযোগ কাজে না লাগিয়ে গণমাধ্যমকর্মীকে ব্যক্তিগতভাবে হুমকি-ধমকি দেওয়া অপরাধ। মোঃ বাদল হাওলাদারকে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এ বিষয়ে ঝালকাঠি জেলার সৈনিক লীগের সহসভাপতি রিপন তালুকদারের কাছে তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন-অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট