1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

ঢাকায় চোর চক্রের ৩ সদস্যকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ

সাভার প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ঢাকা সাভারে মহাসড়কের পাশে পার্কিং করে রাখা কাভার্ডভ্যান চুরি করে গাড়িটিকে টুকরো টুকরো করে বিক্রি করেছে একটি চোর চক্র। এ ঘটনায় ৩ দিন পর চোর চক্রের তিন সদস্যকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গাড়িটির অংশবিশেষ।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

গ্রেফতাররা হলেন, রাজধানীর উত্তর বাড্ডার আরমান (২২), ময়মনসিংহ জেলার সুজন (৩০) ও সোহাগ (২৫)।

পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল রাতে সাভারের ব্যাংকটাউন এলাকার রাস্তার পাশ থেকে চুরি যাওয়া কাভার্ডভ্যান গাড়িটির মালিক শেখ মহিউদ্দিন সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকা থেকে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া গাড়িটির অংশবিশেষ। পরে শনিবার দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট