1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

কালাইয়ে পুকুর সেচ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ-ত্যু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

জয়পুরহাটের কালাইয়ে পুকুরে বসানো  সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোরহান সরকার (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

রবিবার দুপুরে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামে আওয়ালগাড়ী নামক পুকুরে এ ঘটনা ঘটে। মৃত বোরহান গঙ্গাদাসপুর  (পশ্চিমপাড়া) গ্রামের সেকেন্দার আলী সরকারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানায়ায়,  বোরহান সকালে তার বাড়ির পাশে আওয়াল গাড়ি নামক নিজ পুকুরে সেচ দিয়ে মাছ ধরার জন্য ভারা করে এনে সেচ পাম্প বসান। বিদ্যুৎ না থাকায়

পরে সে তার জমির করলা বাজারে বিক্রির জন্য তুলতে যায়। এরপর দুপুর ১ টার দিকে বাড়িতে এসে পুকুরে বসানো সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। কিছুক্ষণ পরে গঙ্গাদাশপুর গ্রামের দুই শিশু বোরহানকে পুকুরে পরে থাকা দেখে চিৎকার করতে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালাই থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, লাশটির শরীরে পুড়ে যাওয়ার চিহ্ন দেখেছি। ডেথ সার্টিফিকেট না আসা পর্যন্ত বলতে পারছিনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট