1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মিনিবাসের ধাক্কায় রাশিয়ার নাগরিকসহ আহত ২৩ জন

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে শ্যামলী পরিবহনের বাস আইল্যান্ডের ওপর উঠিয়ে দিলে, পেছন থাকা রাশিয়ার ফরেনারদের মিনিবাস ধাক্কা দিলে তিন জন ফরেনার আহত হয়।

এই সময় আহত হয়েছেন অন্য দুটি বাসের থাকা আরো বিশ ব্যক্তি। শনিবার (১২ এপ্রিল) রাত বারোটা পনের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভূল্লা নামক এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

আরো জানা গেছে, মিনিবাসে থাকা রাশিয়ার ফরেনারা রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ঢাকা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। শনিবার সকালে তাদের আন্তর্জাতিক বিমানে ফ্লাইট আছে বলে জানা গেছে।

আহতরা হলেন- রনি (৩০), মেঘনা (২২), শম্পা (৭), মিনহাজ (৩০), আকাশ মিয়া (৩২), বিপ্লব (৩৭), বিলকিস (২৩), হারুন (৪৫), ডালিমন নেছা(৬০), কথা আক্তার(২৭), মাসুম (২২), রুনা (২৯)

আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এই নিউজ লেখার পূর্ব মুহূর্ত পর্যন্ত আহত অনেকের নাম, ঠিকানা সনাক্ত করা যায়নি।

আরো জানা গেছে, এরপরে একই স্থানে পেছনে থাকা অন্য একটি ট্রাক ঢাকাগামী মিম পরিবহন নামে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয় এতে দুটি বাসে থাকা ২০ যাত্রী আহত হয়।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ, গোড়াই হাইওয়ে থানা ও মির্জাপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। বাসে থাকা একজন গুরুতর আহত অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। এরপর রাত ১টা দিকে ঢাকা-মহাসড়ক যানবাহন চলাচলে সচল হয়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ, (ওসি) মোঃ মোশারফ হোসেন, দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট