1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভবন থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন হল থেকে গলায় রশিসহ অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবিপ্রবির নির্মাণাধীন হলের ১০ম তলা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে মৃত্যু হয়েছে। আত্মহত্যা বলেই মনে হচ্ছে। যদিও মরদেহটি মেঝেতেই পড়েছিল।

পুলিশ সুপার আরও বলেন, নিহত যুবকের গলায় দড়ি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে আত্মহত্যা করার কয়েকদিন যাওয়ার পর মরদেহের ওজন বৃদ্ধি পেয়ে দড়ি ছিঁড়ে নিচে পড়ে গেছে। এখানো মরদেহের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম কাজ করে যাচ্ছে। সঙ্গে একটি স্মার্ট ফোন পাওয়া গেছে, পরবর্তী তদন্তে বিস্তারিত জানা যাবে।

পাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশকে অবহিত করি। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট