1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

কালিয়াকৈর চন্দ্রায় জুটের গোডাউনে অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈর থানার চ্ন্দ্রা হরতকিতলা এলাকায় একটি জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বিকাল ৫ টায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। গোডাউনের মালিকের নাম রনি (৩৫), আলতাফ(৪৫), হাফিজুর(৪৫) ইমরান(৪০)।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে প্রায় চারটি জুটের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। এতে কোটি টাকারও বেশি মূল্যের আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে এলাকাবাসীর সূত্রে জানা যায় যে, গোডাউনের পাশে বৈদ্যতিক ট্রান্সফরমার থেকে আগুনে সূত্রপাত বলে এলাকাবাসী জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে।এ সময় ফায়ার সার্ভিস কর্মীরা কোনরকম বক্তব্য দিতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট