টাঙ্গাইলের মির্জাপুরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় নারী ও শিশুদের নির্মম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল আয়োজন করেছে ইসলামী সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস, মির্জাপুর উপজেলা শাখা।
দুনিয়ার যত মুসলিম এক হও, এক হও – এই স্লোগানে মুখরিত হয়ে বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বয়কট করারও ঘোষণা দেন।
বিক্ষোভ মিছিল শেষে গাজাবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস, মির্জাপুর উপজেলার সভাপতি মাওলানা বদিউজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, মির্জাপুর ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা ইসলাম খান, এবং পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান। এছাড়াও বিভিন্ন মসজিদের উলামা-এ-কেরাম ও অসংখ্য তাওহীদি জনতা অংশগ্রহণ করেন।