1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

পঞ্চগড়ে ছাগল খোঁয়াড়ে দেওয়ায় তিন জনকে কুঁপিয়ে জখম প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন 

পঞ্চগড় প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে ছাগল খোঁয়াড়ে দেওয়ার জের ধরে ক্ষেতে মালিক ও তার ২ভাইকে কুপিয়ে গুরুতরভাবে জখমের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ইউপি মেম্বারের বিরুদ্ধে। আহতদের দেবীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩জনকে স্থানান্তরিত করা হয়েছে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

আজ রোববার(৬মার্চ) বিকেলে উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানা গ্রামে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন এলাকার দেড়’শতাধিক মানুষ।

মানববন্ধনে এলাকাবাসী জানান, মরিচ ক্ষেত নষ্টের অভিযোগে স্থানীয় ইউপি সদস্য রাব্বি হোসেনের ছাগল খোঁয়াড়ে দেন ক্ষেতের মালিক লিপন ইসলাম। এর জের ধরে গত শুক্রবার জুম্মার নামাজের পর ক্ষেতের মালিক লিপন ইসলাম ও তার ভাইদের মারপিট করেন রাব্বি ও তার সহযোগীরা। রাম’দা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে কোঁপানোর ফলে মথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতরভাবে জখমে আহত অবস্থায় দেবীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয় কৃষক লিপন ইসলাম ও তার দুই ভাই স্বপন ইসলাম ও আব্দুর রাজ্জাক’কে। প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি দেখে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বিভিন্ন সময় প্রভাব বিস্তার করে দুর্নীতি করা রাব্বি হোসেনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারনে তার চক্ষুশূলে পরিনত হন লিপন ইসলাম ও তার ভাইয়েরা। যার প্রেক্ষিতে সামান্য ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে সেদিনের হামলার ঘটনা। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িত সব আসামীদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।

এদিকে ঘটনার দিনই বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে দেবীগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগীর ভাই লিটন ইসলাম। পরে মামলার প্রধান আসামি রাব্বি হোসেনকে গ্রেপ্তা‌র করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট